ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে তারা আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। এই মাসটিতে শিক্ষার্থী,অসহায় ও সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার নেতৃত্বে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড় ইফতার বিতরণ করা হয়।
সম্প্রতি রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনার অংশ হিসেবেই বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশ জুড়ে ইফতার বিতরণের এই কার্যক্রম শুরু করেছে।
এ প্রসঙ্গে আমির হামজা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী এই পবিত্র রমজান মাসে দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে এই উদ্যোগ। আমরা পুরো মাস জুড়েই এই কার্যক্রম অব্যাহত রাখবো।