শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিনের জমি বিরোধের অবসান; সাংবাদিক এম ইদ্রিস আলীর উদ্যোগে সমাধান সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই-জেলা প্রশাসক কমলগঞ্জে বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২ ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য কমলগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ভুলে অন্য রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, যুবক গ্রেপ্তার খুলনায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জুলাই যোদ্ধাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ২৫ কোটি টাকার বিশেষ তহবিল সারাদেশে পাথর কোয়ারি চলবে আর সিলেটে চলবে না, এটা হবে না : বিভাগীয় কমিশনার

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রে ব্যাপক সাড়ার আশা

ডেস্ক রিপোর্ট / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘আকর্ষণীয়’ মডেল পিএসসির আলোকে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আহ্বান করা দরপত্রে ‘ব্যাপক’ আন্তর্জাতিক সাড়া পাওয়ার আশা করছে সরকার।

গতকাল সোমবার অফশোর বিডিং রাউন্ড-২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশার কথা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিনির্ধারকরা।

গত রোববার দেশের নয়টি জাতীয় সংবাদপত্র, পেট্রোবাংলার ওয়েবসাইট, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ দিয়ে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। মাঝে ১৮০ দিন সময় দিয়ে আগামী ৯ সেপ্টেম্বর সবার সম্মুখে দরপত্র উন্মোচন করা হবে।

এর পরদিন ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলার মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম ও পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘গভীর সমুদ্রের দুটি ব্লকে আমরা ইতোমধ্যেই ওএনজিসির সঙ্গে চুক্তি করেছি। বাকি ২৪টি ব্লকে এখন আমরা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা শুরু করেছি।

আমরা চাচ্ছি সারা পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিগুলো আমাদের এখানে আসুক। যারা ইতোপূর্বে খুব সাফল্যের সঙ্গে বিভিন্ন সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান করেছে; আমরা উন্মুক্ত দর পদ্ধতিতে কাজটি তাদের কাউকে দিতে চাচ্ছি। ২০১৬ সালে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল। সমুদ্রে ডাটা প্রসেস করতে গিয়ে আমাদের তিনটি বছর লেগে গেছে। পরবর্তী সময়ে কোভিডের কারণে আরও দুটি বছর পার হয়ে গেছে।’

বর্তমান জরিপ প্রতিবেদনের ওপর অনেক দেশ আগ্রহ দেখাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমেরিকা ও এশিয়ার অনেক দেশ আগ্রহ দেখিয়ে গেছে। অনেকে ডাটা কিনছেন। … প্রতিযোগিতামূলকভাবে বাংলাদেশের প্রথম অফশোর বিডিংটা যেন অনুষ্ঠিত হয়। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে বিডিং প্রসেস শেষ হবে। পরবর্তী সময়ে প্রস্তাব বিশ্লেষণের মাধ্যমে আমরা ঠিক করব।

কর্মকর্তারা প্রচণ্ড পরিশ্রম করে একটি আন্তর্জাতিক মানের মডেল পিএসসি তৈরি করেছে। কনসালটেন্ট কোম্পানি উড ম্যাকেনজি এখানে ভালো ভূমিকা রেখেছে। প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডসহ অন্যান্য দেশের পিএসসিগুলো আমরা বিশ্লেষণ করে সেখান থেকে সহযোগিতা নিয়েছি। সবার সহযোগিতায় একটি ভালো পরিস্থিতির মধ্য দিয়ে এই বিডিং প্রসেসটা শেষ করতে পারব বলে আমরা আশাবাদী।’

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, ‘এবারের মডেল পিএসসিতে অনেক নতুন নতুন বিষয় রয়েছে। এগুলোর মাধ্যমে বিডিংকে অনেক অ্যাট্রাকটিভ করা হয়েছে এবং দেশের জন্যও সেটা অনেক লাভজনক হবে। আমরা আশা করব বহুজাতিক কোম্পানিগুলো এখানে আগ্রহ দেখাবে।

বাংলাদেশে কোনো বহুজাতিক কোম্পানি বিনিয়োগ করে বিফল হয়নি। তাদের যা পাওনা আমরা তা বারবার বুঝিয়ে দিয়েছি। সরকারের বাইরে আমাদের মধ্যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা সব সময় পেসিমিস্টিক মন্তব্য করতে আগ্রহী। তাদের মুখে ছাই দিয়ে এবার একটি বিডিং রাউন্ড করা হয়েছে।’

সংবাদ সম্মেলনের শুরুতে বিডিং রাউন্ডের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার।

তিনি জানান, এবার ৯টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্র ব্লকে মোট ২৪টি ব্লকে বিডিং রাউন্ড ঘোষণা করা হয়েছে। আইওসিগুলো এককভাবে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এক বা একাধিক ব্লকে আবেদন করতে পারবে। যারা যোগ্য বিবেচিত হবে তাদের সঙ্গে এই পিএসসির আলোকে চুক্তি করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর