মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন; সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা সাংবাদিকদের সাথে বিআরডিবির চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা  শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব; নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগাড়; দরজার তালা দিলো শিক্ষার্থী ও এলাকাবাসী কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধু শ্রীমঙ্গলে গাড়ি না চালিয়েই টাকা উত্তোলন! ইমেইল বা পাসওয়ার্ড ছাড়াই পুরনো ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে.. কমলগঞ্জে কৃষকদলের মতবিনিময় সভা :প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী।

কেজিতে ২০ টাকা বাড়ল চিনির দাম

ডেস্ক রিপোর্ট / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক এবং দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যের কথা বলে এক লাফে কেজিতে ২০ টাকা বাড়ানো হলো চিনির দাম। নতুন দর অনুযায়ী সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএফআইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন।

এখন থেকে করপোরেশনের ৫০ কেজি বস্তাজাত চিনির মিলগেট বিক্রয়মূল্য ১৫০ টাকা (এক কেজি) ও ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (এক কেজি) নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া করপোরেশনের ১ কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা ও বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে কেজিপ্রতি ১৪০ টাকা চিনির মূল্য নির্ধারণ করে সংস্থাটি। তবে বাজারে এর থেকে বেশি দামে চিনি বিক্রি হচ্ছিল।

চিনির দাম বাড়ানোর এ খবর শুনে মহিম মিল্লাত নামে একজন বেসরকারি চাকরিজীবী দৈনিক বাংলাকে বলেন, এ দেশের বাজারে সঠিক নজরদারি না থাকায় সিন্ডিকেটের কারণে কোনো পণ্যই সরকারের নির্ধারিত দামে পাওয়া যায় না। রোজার আগে নতুন করে চিনির দাম বাড়ানোর কারণে ব্যবসায়ীরা আবারও চিনির বাজার অস্থির করে ফেলতে পারে। আগেই বাজারে চিনি ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এবার দাম কোথায় গিয়ে ঠেকে, তা নিয়ে ভীষণ শঙ্কিত আছি।

সাধারণ মানুষ বলছেন, বাজারে শুধুই জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু মধ্যবিত্ত ও নিম্নবিত্তের আয় বাড়ে না। চিনির নতুন দাম কার্যকর করার পর বাজারে নজরদারি না বাড়ালে এবার নিত্যপণ্য চিনিও এসব স্বল্প রোজগারের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর