মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন; সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা সাংবাদিকদের সাথে বিআরডিবির চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা  শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব; নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগাড়; দরজার তালা দিলো শিক্ষার্থী ও এলাকাবাসী কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধু শ্রীমঙ্গলে গাড়ি না চালিয়েই টাকা উত্তোলন! ইমেইল বা পাসওয়ার্ড ছাড়াই পুরনো ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে.. কমলগঞ্জে কৃষকদলের মতবিনিময় সভা :প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী।

প্রাথমিকে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

প্রাথমিক শিক্ষায় বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, এখন প্রাথমিকে বৃত্তিও চালু করতে যাচ্ছি। আমাদের টার্গেট হলো নূন্যতম সাক্ষরতা।

শনিবার (৩ মে) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন বলেন, শিশুরা মাতৃভাষা সাবলীলভাবে বলতে পারবে, পড়তে পারবে, লিখতে পারবে। গাণিতিক বিষয়ে সাক্ষরতা অর্জন করবে। যদি শিশুরা সেগুলো পারে তাহলে বলব। আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি।

উপদেষ্টা বলেন, শিশুদের শিক্ষা দেওয়ার বিষয়টি সাধারণভাবে বুঝা যায় এটি একটি সহজ কাজ। আমি বলব এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষকরা দায়িত্ব পালন করছেন সমাজের জন্য, জাতির জন্য। একজন শিশুকে জীবনের চলার দিকটি করে দিচ্ছে শিক্ষক।

তিনি বলেন, এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধান শিক্ষক টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা চাই প্রধান শিক্ষকের নেতৃত্বে প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হোক। প্রধান শিক্ষক ভালো হলে স্কুল খুব ভালো চলবে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪ মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর