শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করলো পারভেজ

অনলাইন ডেস্ক / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

২০২২ সালে অভিষেক। এরপর দেখতে দেখতে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু একবারও হাফ সেঞ্চুরির মাইলফলক ছুঁতে পারেননি। এবার আরব আমিরাতের বিপক্ষে সেই বাধাটা পার হয়ে গেলেন তিনি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদশে। তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন পারভেজ হোসেন ইমন। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ঠিকই ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ।

২৮ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩টি বাউন্ডারি এবং ৫টি ছক্কা মেরে এই মাইলফলকে পৌঁছান।

একদিকে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ধরে রাখেন পারভেজ। টস হেরে ব্যাট করতে নামার পর প্রথম ওভারেই ঝড় তোলার চেষ্টা করেন তানজিদ তামিম। ১টি ছক্কা ও একটি বাউন্ডারি মারেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারে মাতিওউল্লাহর একটি আউটসুইঙ্গার বলে বোকার মত খোঁচা দিতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যান ১০ রান করে।

লিটন দাসও রান করেন মাত্র ১১। তাওহিদ হৃদয় চেষ্টা করেন একটি জুটি গড়ার। ১৫ বলে ২০ রান করেন তিনি। ৫৮ রানের জুটি গড়ে আউট হয়ে যান তাওহিদ হৃদয়। শেখ মেহেদী হাসানকে নামানো হয় পাঁচ নম্বরে। কিন্তু ৫ বলে ২ রান করে আউট হন তিনি।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩১। ৭২ রানে পারভেজ এবং ৫ রানে ব্যাট করছেন জাকের আলি অনিক।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর