বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৮এপ্রিল) উপজেলার ভানুগাছ বাজারের গ্ৰামেরবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় ও সভাপতি মো. মামুনুর রশিদ ভুঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষা অফিসার জয়কুমার হাজরা, সদস্য সচিব বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার মো. সিরাজুল ইসলাম, সাংবাদিক সাজিদুর রহমান সাজু ও সালাহউদ্দিন শুভ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।