মৌলভীবাজার জেলা প্রশাসক এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে অনলাইন গণশুনানী অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পুরষদ সভা কক্ষে এ গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম অনলাইন ভিডিও কনফারেন্সিং মাধ্যমে সংযুক্ত হয়ে কমলগঞ্জ উপজেলার নাগরিকগণের নানা সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কর্মপরিকল্পনার” আওতায় এই কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার,মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।