রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিনের জমি বিরোধের অবসান; সাংবাদিক এম ইদ্রিস আলীর উদ্যোগে সমাধান সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই-জেলা প্রশাসক কমলগঞ্জে বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২ ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য কমলগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ভুলে অন্য রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, যুবক গ্রেপ্তার খুলনায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জুলাই যোদ্ধাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ২৫ কোটি টাকার বিশেষ তহবিল সারাদেশে পাথর কোয়ারি চলবে আর সিলেটে চলবে না, এটা হবে না : বিভাগীয় কমিশনার

শিবনারায়ণ চন্দরপল ‘দ্য ক্রাইসিস ম্যান’

অনলাইন ডেস্ক / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

মাত্র ২০ বছর বয়সেই পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে। এরপর খেলে গেছেন ২১টি বছর। তবে ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই কেটে গেছে তার ব্রায়ান লারার ছায়া হয়ে। তবুও নিজের ওপর অর্পিত দায়িত্বটা পালন করে গেছেন নির্ভুলভাবে। ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মিডল অর্ডারের রক্ষক। বলছি ক্যারিবিয়ান তারকা শিবনারায়ণ চন্দরপলের কথা।

চন্দরপল বিখ্যাত ছিলেন তার ব্যাটিং স্টান্সের জন্য। ক্যারিবিয়দের এ ভরসার পাত্র তার সেরা সময়টা কাটিয়েছেন ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে; যে সময়টাতে একজন ব্যাটার খুঁজতে থাকে অবসরের সঠিক সময়। লারার অবসরের পরে ওয়েস্ট ইন্ডিজের ভঙ্গুর ব্যাটিং লাইন-আপের দায়িত্ব বুঝে নিয়েছিলেন তিনি। দলের বিপদে দাঁড়াতেন ত্রাণকর্তা হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারকে সামলে রাখতেন নিজের ব্যাটিং ছায়ায়।

১৯৯৪ সালে জর্জটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু চন্দরপলের। মজার বিষয় হলো- ২১ বছর পরে ব্রিজটাউনে চন্দরপলের শেষটাও একই ফরম্যাটে, একই প্রতিপক্ষের বিপক্ষে। ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে চন্দরপল মাঠে নেমেছেন ১৬৪টি টেস্ট ম্যাচে। সাদা পোশাকের ক্রিকেটেই সফলতার শিখরে ছিলেন তিনি। ১৬৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে রান করেছেন ১১ হাজার ৮৬৭। অভিজাত এ ফরম্যাটে তার নামের পাশে লেখা রয়েছে ৩০টি শতক আর ৬৬টি অর্ধশতক।

চন্দরপলের টেস্ট ক্যারিয়ারের মহত্ত্ব বোঝা যায় একটা পরিসংখ্যান দেখলে। টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান অষ্টম। পরিসরটাকে একটু ছোট করে আনলে, নিজ দেশ ওয়স্টে ইন্ডিজের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মাত্র ৮৬ রান বেশি নিয়ে ১ নম্বরে রয়েছেন লারা।

রঙিন পোশাকের ক্রিকেটেও খারাপ ছিল না চন্দরপলের পারফরম্যান্স। তার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ১৯৯৪ সালে ভারতের বিপক্ষে। অভিষেক ম্যাচে ব্যাট কিংবা বল, কোনো ডিপার্টমেন্টেই ভারতকে হারাতে প্রয়োজন পড়েনি তার। এ ফরম্যাটের শেষটা হয়েছিল ২০১১ বিশ্বকাপে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৬৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে রান করেছেন ৮ হাজার ৭৭৮। শতক হাঁকিয়েছেন ১১টি আর অর্ধশতক আছে ৫৯টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

শিবনারায়ণ চন্দরপল প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানান তার ছেলে তেজনারায়ণ চন্দরপলের সঙ্গে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে।

পুরো নাম: শিবনারায়ণ চন্দরপল।

জন্ম: ১৬ আগস্ট, ১৯৭৪ সাল।

জন্মস্থান: ইউনিটি ভিলেজ, গায়ানা।

রাশি: সিংহ রাশি।

প্রিয় খেলা: ক্রিকেট।

প্রিয় খাবার: সামুদ্রিক মাছ, কিমা মটর।

প্রিয় পানীয়: ফ্রুট জুস।

প্রিয় রং: সাদা ও কালো।

প্রিয় ক্রিকেটার: স্যার ভিভ রিচার্ডস।

প্রিয় ক্রিকেট দল: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

প্রিয় সতীর্থ: ব্রায়ান লারা।

প্রিয় গাড়ি: মার্সিডিজ বেঞ্জ।

প্রিয় স্টেডিয়াম: বেসিন রিজার্ভ, ওয়েলিংটন।

প্রিয় শখ: ভ্রমণ, সিনেমা দেখা।

প্রিয় জুতার ব্র্যান্ড: অ্যাডিডাস।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর