শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জের মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ‘চোখের অপারেশন রোগীর ছাড়পত্র প্রদান’

সালাহউদ্দিন শুভ / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে ‘মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের’ আয়োজনে ও ‘বি.এন.এস.বি’ মাতার কাপন মৌলভীবাজার এর সহায়তায় ট্রাস্টের উদ্যোগে চোখের ছানি অপারেশন হওয়া ৭৮ জন চোখের রোগীর চুড়ান্ত ছাড়পত্র প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক।

বৃহস্পতিবার (২৮মার্চ) বিকালে উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকার মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে চোখের ছানি অপারেশন হওয়া ৭৮ জন চোখের রোগীর চুড়ান্ত ছাড়পত্র প্রদান করা হয়।

এসময় সরজমিনে কার্যক্রম পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ও অনুসন্ধানী সাংবাদিক ও লেখক তৌহিদুর রহমান,মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজ,সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে অপারেশন রোগী, শিক্ষক, ছাত্র, অভিভাবক ও অতিথিদের নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে ইফতারের আয়োজন করা হয়।

উল্লেখ্য–প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গত ৪ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ২ হাজার রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৭৮ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১হাজার জন রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর