মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫শত ৩ পিস ইয়াবাসহ শুভ কান্তি দাস (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকার এসকে দাসের মার্কেটের সামনে থেকে শুভ কান্তি দাসকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত (৮ মার্চ) কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকায় এএসআই সাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।
এসময় আটক শুভ কান্তি দাসের দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের প্যাকেটের ভেতর থেকে ৩ টি জিপারযুক্ত পলিথিনে মোড়ানো অবস্থায় ৫শত ৩ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
এ ঘটনায় আটককৃত শুভ কান্তি দাস ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান কমলগঞ্জ থানার অফিসার ই্নচার্জ সাইফুল আলম।