সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব; নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগাড়; দরজার তালা দিলো শিক্ষার্থী ও এলাকাবাসী কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধু শ্রীমঙ্গলে গাড়ি না চালিয়েই টাকা উত্তোলন! ইমেইল বা পাসওয়ার্ড ছাড়াই পুরনো ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে.. কমলগঞ্জে কৃষকদলের মতবিনিময় সভা :প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী। আমি এমপি হলে সবাইকে সমান চোখে দেখবো;চাঁদাবাজদের সাথে আমি নাই-হাজী মুজিব কমলগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভরা পূর্ণিমায় নাচগানে মণিপুরিদের মহারাসলীলা উৎসব

মৌলভীবাজারে স্কিল শিখনের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ ফ্রি সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে আজ রবিবার স্কিল শিখনের উদ্যোগে “ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ ফ্রি সেমিনার” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী।

সেমিনারে স্কিল শিখনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান। তিনি ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা ও ডিজিটাল স্কিল উন্নয়নের গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

স্কিল শিখনের ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম এর সঞ্চালনা এসময় ফ্রিল্যান্সিং নিয়ে শেসনে বক্তব্য রাখেন স্কিল শিখনের এম. ডি. নূর নবী পাবেল ও স্পোকেন ইংলিশ নিয়ে বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর তারেক হোসেন ফারাবি।

সেমিনারে অংশগ্রহণ শেষে শিক্ষার্থীরা জানান, তারা বুঝতে পেরেছেন বর্তমান যুগে আইটি শিক্ষায় দক্ষ হওয়া কতটা প্রয়োজনীয় এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ কতটা সহজলভ্য।

সেমিনার শেষে ক্লাসে নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। ডিজিটাল মার্কেটিং কোর্সে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এছাড়াও যারা কোর্স চলাকালীন সময়ে ফ্রিল্যান্সিং করে আয় করেছেন, কিংবা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে রিমোট জবে যুক্ত হয়েছেন তাদেরকেও বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেষে প্রতিষ্ঠানের সিইও ইমাজ উদ্দিন বলেন, আমাদের মূল লক্ষ্য” মৌলভীবাজারের তরুণ প্রজন্মকে আইটি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা। তারা এই বিষয়ে অনেক পিছিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেকের ধারণা নেই তাই তারা যাতে ঘরে বসে ইনকাম করতে পারে এবং বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে অবদান রাখতে পারে সেই জায়গায় স্কিল শিখন সাপোর্ট করবে। স্কিল শিখন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা স্কিল শিখনের এ উদ্যোগকে প্রশংসা করেন এবং এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর