মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন; সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা সাংবাদিকদের সাথে বিআরডিবির চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা  শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব; নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগাড়; দরজার তালা দিলো শিক্ষার্থী ও এলাকাবাসী কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধু শ্রীমঙ্গলে গাড়ি না চালিয়েই টাকা উত্তোলন! ইমেইল বা পাসওয়ার্ড ছাড়াই পুরনো ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে.. কমলগঞ্জে কৃষকদলের মতবিনিময় সভা :প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী।

কাল আকাশে দেখা যাবে বিরল ‘স্ট্রবেরি মুন’

অনলাইন ডেস্ক / ৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের আকাশে আগামীকাল বুধবার (১১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে বিরল একটি মহাজাগতিক দৃশ্য- ‘স্ট্রবেরি মুন’। এটি আকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ সন্ধ্যা।

বসন্তের শেষ পূর্ণ চাঁদ হিসেবে পরিচিত এই চাঁদ ২০৪৩ সাল পর্যন্ত আর এই মাত্রায় দেখা যাবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (এনএএসএ)। খবর গালফ নিউজ।

নামের সঙ্গে গোলাপি বা লাল রঙের কোনো সম্পর্ক না থাকলেও, ‘স্ট্রবেরি মুন’ নামটি অনেকটা রূপক অর্থে ব্যবহৃত হয়। এটি বসন্ত ঋতুর শেষ পূর্ণ চাঁদ।

যুক্তরাষ্ট্রের আদিবাসী সম্প্রদায় জুন মাসে স্ট্রবেরি ফল সংগ্রহের সময় এই পূর্ণ চাঁদ দেখেই ‘স্ট্রবেরি মুন’ নামটি দিয়েছিল। তবে বাস্তবে এই চাঁদ সাধারণত হলুদ বা কমলা আভাযুক্ত হয়ে থাকে, বিশেষ করে যখন এটি হরাইজনের কাছাকাছি অবস্থানে থাকে।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের (ডিএজি) অপারেশন ম্যানেজার খাদিজা হাসান আহমেদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁদ উঠবে এবং তা দেখা যাবে পরবর্তী দিন ভোর ৫টা ৫৫ মিনিট পর্যন্ত।

তিনি আরও বলেন, এই চাঁদটি খালি চোখেই পরিষ্কারভাবে দেখা যাবে, কোনো টেলিস্কোপ বা যন্ত্রপাতির প্রয়োজন নেই। শহর, সমুদ্রসৈকত, মরুভূমি কিংবা উঁচু স্থান- যে কোনো খোলা জায়গা থেকেই চাঁদটি উপভোগ করা যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে।

এই বছরের স্ট্রবেরি মুন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ঘটছে ‘গ্রেট লুনার স্ট্যান্ডস্টিল’ নামক এক মহাজাগতিক ঘটনার অংশ হিসেবে। প্রতি ১৮.৬ বছর পর এই ঘটনা ঘটে, যখন চাঁদ তার কক্ষপথের এক বিশেষ অবস্থানে পৌঁছায়।

বিশেষজ্ঞদের মতে, এই সময় পৃথিবী ও চাঁদের কক্ষপথের ঢাল এমন একটি অবস্থায় থাকে, যাতে চাঁদ সবচেয়ে নিচু দিগন্তে উঠে আসে। এই অবস্থাকে বলা হয় ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’। উত্তর গোলার্ধে এটি হবে আগামী ২০৪৩ সালের আগ পর্যন্ত সবচেয়ে নিচু পূর্ণ চাঁদ, ফলে দিগন্তের খুব কাছাকাছি অবস্থান থেকে চাঁদটি দেখা যাবে।

এই দৃশ্য শুধু মহাকাশ বিজ্ঞানীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও এক বিরল অভিজ্ঞতা। যারা মহাজাগতিক দৃশ্য দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটি এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

খাদিজা আহমেদ সবাইকে আহ্বান জানিয়েছেন, বাড়ির বাইরে গিয়ে পূর্ব আকাশের দিকে তাকান, প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করুন। এটা এমন একটি দৃশ্য, যা প্রায় দুই দশক পর আবার দেখা যাবে।

এই সময় হতে পারে বছরের সবচেয়ে মনোমুগ্ধকর এক রাত। তাই সন্ধ্যা সাড়ে ৭টায় চোখ রাখুন আকাশে, উপভোগ করুন প্রকৃতির অনন্য এই উপহার- বিরল স্ট্রবেরি মুন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর