শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জের মরহুম হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের ইফতার সামগ্রী উপহার বিতরণ

রিপোটার : / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল এর সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল।

সম্মানিত অতিথি ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ,বিশেষ অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তাওফিক আহমেদ বাবু,শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বসর জিল্লুর, সমাজসেবক মাও: মুফতি শামছুল ইসলাম লিয়াকত, প্রবাসী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ১৫০ জনকে হতদরিদ্র ও অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর