মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খেজুরী ছড়া চা বাগানের ডিনস্টন সিমেট্রিতে সমাহিত থাকা ব্রিটিশ নাগরিকদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। চা বাগানের গুরাপতনের সময়ে এই এলাকায় কাজ করতে এসে মারা যাওয়া ব্রিটিশ নাগরিকদের এই সিমেট্রিতে সমাহিত করা হয়েছিলো।
রোববার বিকেলে সিমেট্রিতে পরলোকগতদের উদ্দেশ্য পবিত্র- খ্রীষ্টযাগ অর্পন করেন সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। এসময় উপস্থিত ছিলেন শ্রীমহলে শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার জেমস্ শ্যামল গমেজ, নটর ডেম স্কুল এন্ড কলেজের পরিচালক ফাদার ফাদার বিকাশ কুজুর, অনুষ্ঠানের আয়োজক ডমনিক সরকার রনি প্রমুখ।
সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ বলেন, নভেম্বর মাসে আমরা পরলোকগত ব্যক্তিদের জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। এখানে এই সিমেট্রিতে অনেক ব্রিটিশ নাগরিক সমাহিত আছেন। তাদের আত্মীয় স্বজন কেউ এখানে আসে না। আমরা তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি।