সাংবিধানিক সংস্কারে আদিবাসীদের পরিচয়, স্বকীয়তা ও অধিকার সংরক্ষণের বিধানাবলী যথাযথ ভাবে সংযুক্তির বিষয়ে রবিবার (১৭নভেম্বর) জাতীয় সংসদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ – পশ্চিম প্লাজার সন্মেলন কক্ষে সংবিধান – সংস্কার কমিশনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আদিবাসী প্রতিনিধি হিসাবে পার্বত্য চট্টগ্রাম থেকে সাবেক মানবিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, পার্বত্য চট্রগ্রাম নাগরিক কমিটির সদস্য হরি ত্রিপুরা, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো- চেয়ারম্যান ও বিপনেট এর যুগ্ন সাধারন সম্পাদক জিডিশন প্রধান সুছিয়াং, বৃহত্তর রাজশাহী আদিবাসী পরিষদের নির্বাহী সদস্য নবদ্বীপ লাকড়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবিধানিক সংস্কারে আদিবাসীদের পরিচয়, স্বকীয়তা ও অধিকার সংরক্ষণের বিধানাবলী যথাযথ ভাবে সংযুক্তির বিষয়ে রবিবার (১৭নভেম্বর) জাতীয় সংসদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ – পশ্চিম প্লাজার সন্মেলন কক্ষে সংবিধান – সংস্কার কমিশনের সাথে বৈঠক অনুষ্ঠিত হ।