সিলেটের দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের একজন সিলেট মহানগর পুলিশের কমিশনার। অপরজন আরএফএফ’র অতিরিক্ত ডিআইজি।
সোমবার (২৫ আগস্ট) সরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহামন স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
সিলেটের বদলিকৃত দুই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার একজন হলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার রেজাউল করিম পিপিএম-সেবা। সেবা পুলিশের অ্যান্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
অপর পুলিশ কর্মকর্তা হলেন আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীর বিপিএম-সেবা। তাকে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসাবে।