বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কমলগঞ্জে বিএনপির বিজয় মিছিল আজ সিলেটসহ সারা দেশে গ্রে প্তা র দেড় হাজার : চলছে বিশেষ অভিযান একমাসে সিলেটের সড়কে প্রাণ গেলো ২৬ জনের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গল বিএনপির বিজয় মিছিল তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন

মোদির তৃতীয় মেয়াদে কারা থাকছেন মন্ত্রিসভায়

অনলাইন ডেস্ক / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪
বিজেপি ও এনডিএ নেতাদের সঙ্গে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

তার এ মেয়াদে কারা কারা থাকছেন মন্ত্রিসভায়, তা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কিংমেকার হিসেবে পরিচিতি পাওয়া এন চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ থেকে একজন করে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর বাসভবনে শনিবার ১১ ঘণ্টার ম্যারাথন বৈঠকে নতুন মন্ত্রিসভার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিত শাহ, দলটির প্রধান জেপি নদ্দা ও সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, রাত সোয়া সাতটার দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর আগে হবু মন্ত্রীদের সঙ্গে চা চক্রে অংশ নেবেন তিনি।

সূত্রগুলো আরও জানায়, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি তাদের পদে থাকবেন বলে মনে করা হচ্ছে।

বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অন্য মিত্র দল এলজেপি (রাম বিলাস) নেতা চিরাগ পাসওয়ান, জেডিএসের এইচডি কুমারাস্বামী, আপনা দল (সোনেলাল)-এর অনুপ্রিয়া প্যাটেল, আরএলডির জয়ন্ত চৌধুরী এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতান রাম মাঝি মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন বলে এনডিটিভিকে জানিয়েছে সূত্রগুলো।

মন্ত্রিসভায় ফিরতে পারেন উত্তরপূর্ব ভারতের বিজেপি নেতা সর্বানন্দ সনোওয়াল এবং কিরেন রিজিজু।

দুই মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকারি ২৭২ আসন পায়নি বিজেপি। এর ফলে বর্ষীয়ান দুই রাজনীতিক চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের কাঁধে ভর করে ক্ষমতার মসনদে বসতে হচ্ছে মোদিকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর