মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন; সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা সাংবাদিকদের সাথে বিআরডিবির চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা  শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব; নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগাড়; দরজার তালা দিলো শিক্ষার্থী ও এলাকাবাসী কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধু শ্রীমঙ্গলে গাড়ি না চালিয়েই টাকা উত্তোলন! ইমেইল বা পাসওয়ার্ড ছাড়াই পুরনো ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে.. কমলগঞ্জে কৃষকদলের মতবিনিময় সভা :প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী।

স্ত্রীকে হত্যার পর আগুনে পোড়ানোর অভিযোগ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুরের শ্রীপুরে গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রাতে নির্যাতনের পর বাড়ির পাশে কলাবাগানের ভেতর নির্জন স্থানে পুড়িয়ে মারা হয় গৃহবধূকে। এমন অভিযোগ নিহতের স্বজনদের।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের গুতারবাজার এলাকার আনসার ক্যাম্পের পাশে কলাবাগানে ভেতর এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মালেকা বানু (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের কাঠমিস্ত্রী বাচ্চু মিয়ার স্ত্রী।

স্বজনরা জানায়, সারারাত খোঁজাখুঁজি করেও গৃহবধূর সন্ধান পায়নি। সকালে বাড়ির অদূরে কলাবাগানের ভেতর পুরো শরীর আগুনে পোড়ানো মৃতদেহ দেখতে পায়। ঘটনার পর থেকে পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত স্বামী।

নিহত গৃহবধূর ছোটভাই মো. সুজন মিয়া বলেন, ‘২০ বছর আগে বাচ্চু মিয়ার সাথে আমার বোন মালেকার বিয়ে হয়। সে দীর্ঘদিন ধরে বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য শারীরিক মানষিক নির্যাতন করতো। পনেরো দিন আগেও তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আমাদের জানানো হয় মালেকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রাতেও অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারি নাই।

‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানতে পারি বাড়ির অদূরে কলাবাগানে আগুনে পোড়ানো বোনের লাশ পরে আছে। এরপর আমরা কয়েকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন পোড়ানে বিকৃত মরদেহ পরে আছে কলাবাগানে। বোনের স্বামীর বাড়ির অনন্য লোকজন জানায় মালেকা গায়ে আগুন দিয়ে আত্নহত্যা করেছে। রাতে মালেকার সাথে স্বামী বাচ্চু তাকে অনেক মারধর করছে।’

‘কিন্তু আমার বোন মালেকা আমাদেরকে জানিয়েছে তার স্বামী বাচ্চু টাকার জন্য তাকে নির্যাতন করছে। নির্যাতনের পর তার স্বামী বাচ্চু আমার বোনকে পুড়িয়ে মারে। পরে আত্মহত্যার নাটক সাজায়। আমার বোন সাত বছরের ছোট ছেলে রেখে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করতে পারে না।’

তিনি আরও জানান, তার স্বামী তাকে নির্যাতন করে খুন করবে, জ্বালিয়ে মারবে এমন হুমকি সব সময় দিয়ে আসছে।

নিহত গৃহবধূর ছেলে মানিক মিয়া জানায়, বাবা মায়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হয়।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ওয়ার্ড সদস্য মো. আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পোড়া বিকৃত মরদেহ দেখতে পাই। পুলিশকে খবর দেয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি মো. শাহ্ জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ক্রাইম সিন সংগ্রহের জন্য ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসন (পিবিআই) ও অপরাধ দমন বিভাগ (সিআইডি)’র পৃথক দল কাজ করছে।

গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর গৃহবধূর গায়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ঘটনাটি ভিন্নদিকে প্রবাহিত করা চেষ্টা চালাচ্ছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর