শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে আসছেন অপূর্ব

বিনোদন ডেস্ক / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

রোমান্টিক নায়ক হিসেবেই বেশি পরিচিত জিয়াউল ফারুক অপূর্ব। ক্যারিয়ারে এত বেশি প্রেমের নাটকে অভিনয় করেছেন; যার দরুণ রোমান্টিক নাটকের রাজপুত্র হিসেবে উপাধি পেয়েছেন তিনি। টিভি নাটকে অনেক বছর ধরে কাজ করলেও বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেই বেশি দেখা যাচ্ছে এই তারকাকে। কাজ করছেন অনেক বছর ধরেই। তবে এখন তার বেশিরভাগ কাজ দেখা যায় ওটিটি প্ল্যাটফর্মে। তবে রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে এসে এবার একটু অন্যরকম চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।

চলতি মাসের শেষ দিকে পরপর দুটি ব্যতিক্রমী কাজ নিয়ে দর্শকের সামনে আসছেন জনপ্রিয় এই রোমান্টিক হিরো। তপু খানের ‘ডার্ক জাস্টিস’ নাটকে বিচারক ও সৈয়দ শাকিলের ‘ইউএনও স্যার’ ওয়েব ফিল্মে অপূর্ব অভিনয় করেছেন সরকারি কর্মকর্তার চরিত্রে। দুই কাজেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান নিতে দেখা যাবে তাকে।

সঠিক প্রমাণের অভাবে অনেক সময় অপরাধীকে দোষী সাব্যস্ত করা যায় না। আবার অনেক অপরাধী আইনের ফাঁক গলে পার পেয়ে যায়। মূল অপরাধীদের শাস্তি দিতে এক বিচারক নেমে পড়েন সত্য উদ্ঘাটনে। এমন গল্পে তৈরি হয়েছে নাটক ডার্ক জাস্টিস। এই সিরিজে বিচারকের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তিনি বলেন, ‘এটি পুরোপুরি ফিকশনধর্মী একটি কাজ। এর মধ্যে যদি কেউ বাস্তবতা খুঁজতে যায়, তাহলে বোকামি হবে। অনেক বড় ক্যানভাসে এটি নির্মাণ করা হয়েছে। পোস্টার, টিজার রিলিজের পর থেকে অনেক সাড়া পাচ্ছি। দর্শকের ভালো লাগবে।’

অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন তপু খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল, ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন চেন্নাইয়ের রকি রাজেশ। সোমবার ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় নাটকটি।

এ ছাড়া ২৪ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে অপূর্ব অভিনীত ওয়েব ফিল্ম ইউএনও স্যার। পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। এতে এক সরকারি কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এস এম আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। নির্মাতা বলেন, ‘ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, সেটাই দেখা যাবে এতে।’ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুঁইয়া প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর