বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন কমলগঞ্জ সদর ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ সেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মোহাম্মদ এবাদুর রহমান কে সভাপতি ও মো. আব্দুল বাছির কে সেক্রেটারী করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইউনয়ন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারী এডভোকেট কামরুল ইসলাম, ভানুগাছ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মামুনুর রশীদ সহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিটের দায়িত্বশীল, কর্মী, সহযোগী ও সূধী-শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।