মৌলভীবাজারে যোহরের নামাযরত অবস্থায় নূর আহমদ (৮০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) জেলা শহরের বনবিথী জামে মসজিদে যোহরের নামাযরত অবস্থায় নূর আহমদ এর মৃত্যু হয়। তিনি স্থানীয় বাজাগুলোতে স্টেশনারী সামগ্রী ফেরি করে বিক্রি করতেন।
নিহত নুর আহমদ দীর্ঘদিন যাবত পৌর শহরের বনবিথী এলাকায় বসবাস করছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রাম।