ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ২৮ এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। এবারের সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজে বাংলাদেশ স্কোয়াডে রয়েছে এক নতুন মুখ। অফস্পিনার সুমাইয়া আক্তারের বদলে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন ১৫ বছর বয়সী তরুণী হাবিবা ইসলাম।
এ ছাড়া এই সিরিজে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার রুবাইয়া হায়দার। তাকে ফারজানা আক্তারের বদলে স্কোয়াডে আনা হয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ‘আমরা দলে তেমন পরিবর্তন আনিনি। যেহেতু আমরা সিলেটে স্পোর্টিং উইকেটে খেলছি, তাই আমরা একজন অতিরিক্ত পেস বোলার নিয়েছি। আমাদের ওপেনিং ব্যাটার ও উইকেটরক্ষক রুবিয়া হায়দারও আছে, চোট কাটিয়ে ফিরেছেন। এটা একটা ভালো খবর।’
তিনি আরও বলেন, আমি মনে করি, ‘ভারতের বিপক্ষে এই সিরিজ থেকেই আমাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে। আমাদের দল গঠন, পরিকল্পনা এবং কৌশল বিশ্বকাপের জন্য প্রস্তুত। আমরা এখন থেকে অন্য কোনো ফরম্যাটে খেলছি না। আমরা এখনো বলতে পারি না যে, এটাই বিশ্বকাপের জন্য আমাদের চূড়ান্ত স্কোয়াড। আমাদের সামনে এশিয়া কাপ, বিশ্বকাপের আগে আমরা আরেকটি হোম সিরিজ খেলার পরিকল্পনা করছি।