মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রাজিল তারকা

অনলাইন ডেস্ক / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

২১ বছর বয়সেই নিজের জাত চিনিয়েছিলেন। ব্রাজিলের আগের কোচ তিতের অধীনে দলে ডাক পেতেন নিয়মিতই। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন বারবোসা। এরপর অবশ্য খুব একটা পাদপ্রদীপের আলোতে দেখা যায়নি তাকে। এবার ডোপ টেস্টে জালিয়াতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফ্ল্যাম্যাঙ্গোর এই ফরোয়ার্ড।

স্থানীয় গণমাধ্যমের সূত্রে রয়টার্সের খবরে বলা হয়, রিও ডি জেনিরোর রাজ্যের লিগে ফ্ল্যাম্যাঙ্গোর ম্যাচের আগের দিন ডোপ টেস্ট নিতে কর্তৃপক্ষকে অসহযোগিতা করেছিলেন গ্যাব্রিয়েল বারবোসা। দলের অন্যান্য সতীর্থদের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় নিয়েছিলেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর পরেই তার বিরুদ্ধে ডোপিং টেস্টে জালিয়াতির অভিযোগ আনা হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্রাজিলিয়ান ডোপিং কন্ট্রোল কর্তৃপক্ষের সিদ্ধান্তে তার ওপর নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত আসে। এতে বলা হয়, ‘উল্লেখিত ক্রীড়াবিদের (গ্যাব্রিয়েল বারবোসা) আজ অ্যান্টি-ডোপিং স্পোর্টস কোর্ট অব জাস্টিসে (TJD-AD) বিচার করা হয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রতারণামূলক চেষ্টায় অ্যান্টি-ডোপিং নিয়মের লঙ্ঘন ঘটেছে।’

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন ব্রাজিল তারকা। টুইটে বারবোসা বলেন, ‘আমি কখনোই কোনো পরীক্ষায় প্রতারণা করতে চাইনি। আমার বিশ্বাস উচ্চ আদালতে আমি নির্দোষ প্রমাণিত হবো।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর