পর্যটনের অপার সম্ভাবনাকে আরও আকৃষ্ট করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেইক এ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনায় ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক “I LOVE KAMALGANJ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের অর্থায়নে রোববার বিকাল ৪টায় স্মারকটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। লেইক ভিউ পয়েন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, মাধবপুর চা বাগান ব্যবস্থাপক, স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেইক এ পর্যটকদের মনোমুগ্ধকর ও আকর্ষনীয় করে তুলতে উপজেলা প্রশাসনের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিকল্পনায় ও বাস্তবায়নে দৃষ্টিনন্দন স্মারক “I LOVE KAMALGANJ” প্রাকৃতিক বৈচিত্র্যময় নান্দনিক স্মারক।
দৃষ্টিনন্দন আর আধুনিকতার রূপ নিয়ে মাধবপুর লেইক এর প্রবেশ মুখে “I LOVE KAMALGANJ” নামে নির্মিত স্মারকের শুভ উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, পর্যটকদের আকর্ষণ করতে নিজস্ব পরিকল্পনায় এটি একটি ছোট পদক্ষেপ, তবে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত ‘মাধবপুর লেক’ দেশী-বিদেশী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মাধবপুর চা বাগানের ১১ নম্বর সেকশনে অবস্থিত এই লেক।