শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

সংসার চালাতে ফুটপাথে খাবার বিক্রি করছেন পরিচালক

অনলাইন ডেস্ক / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত। তার ঝুলিতে আছে ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক। কিন্তু বর্তমানে তিনি ফুটপাথে অস্থায়ী দোকান খুলেছেন উপার্জনের জন্য। 

সোমবার একটি ভিডিও বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি জানিয়েছেন, স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর সংসার। ছেলে খুবই ছোট। দীর্ঘ দিন ধরে হাতে কাজ নেই। ফলে ফুটপাথে খাবারের দোকান দিতে বাধ্য হলেন তিনি! 

অয়ন বলেন, ‘ক্যামেরা ছেড়ে রাস্তায় খাবার বিক্রি করতে হবে! নিজেকে এই মানসিকতায় তৈরি করতে রাতের পর রাত জেগে কাটাচ্ছি। কী করব? ছেলে ছোট। সংসার চালাতে হবে। নিজের খরচটাও তো জোগাড় করতে হবে!’

তপন থিয়েটারের সামনে ফুটপাথের উপরে ‘গার্ডেন আমব্রেলা’। তার নীচে টেবিল। উপরে ইনডাকশন ওভেন। কড়াইয়ে ফুটন্ত তেলে গরম গরম চিকেন পকোড়া ভাজছেন অয়নের অভিনেত্রী স্ত্রী। 

পরিচালকের কথা অনুযায়ী, তাঁকে ইদানীং দেখা যাচ্ছে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘গীতা এলএলবি’তে। খাবারের মেনুতে রয়েছে, ঘুঘনি, ভেজিটেবল চপ এবং আরও অনেক কিছু। পথচলতি মানুষ নতুন দোকান দেখে দাঁড়াচ্ছেন। খাবারের তালিকা দেখছেন। কেউ কিনছেন, কেউ চলে যাচ্ছেন। 

অয়ন আরও বলেন, ‘পরিচালনার পাশাপাশি অভিনয়ও করি। আমরা কেউই নিজেদের পেশা ছাড়ছি না। বলতে পারেন, সংসার চালানোর জন্যই এই বিকল্প আয়ের রাস্তায় হাঁটতে বাধ্য হয়েছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর