বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের একটি স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শেখ হাবিবুর রহমান নোমান এবং সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব এম. এ মোহিত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মৌলভীবাজার জেলা শাখা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব দুরুদ আহমদ, সদস্য, জেলা বিএনপি, মৌলভীবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অলি আহমদ, আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা বিএনপি, এবং জনাব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক, কমলগঞ্জ উপজেলা বিএনপি।
বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও যুবদলের নেতাকর্মীরা মাঠে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করছেন।
প্রধান অতিথি আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ ও শৃঙ্খলার চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। 
অনুষ্ঠানের শেষে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।