সিলেট-ঢাকা এবং সিলেট-কক্সবাজার রেলপথে বিশেষ ট্রেন চালুসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের সর্বস্তরের নাগরিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শ্রীমঙ্গল ও কুলাউড়ার স্থানীয় নাগরিক অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘সিলেট-আখাউড়া রেলপথে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই রেলপথ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। অথচ ঢাকা-সিলেট রেলপথ থেকে গত এক বছরে সরকার তৃতীয় সর্বোচ্চ রাজস্ব আয় করেছে।’
তারা আরো বলেন, ‘আমাদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।
আন্দোলনকারীদের উত্থাপিত আট দফা হলো:
১. সিলেট-ঢাকা এবং সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু ২. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ ৩. আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু ৪. বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু ৫. কুলাউড়া জংশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি ৬. আন্ত নগর কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকাগামী সকল স্টেশনের যাত্রাবিরতি বাতিল ৭. ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযোজন ৮. যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।
মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি জানান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কতুব উদ্দিন সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাহফুজ শাকিলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী আতিকুর রহমান আখই, মো. মছব্বির আলী, সালেহ এলাহি কুটি, ইসমাইল মাহমুদ, ছায়েদ আহমদ, পিন্টু দেবনাথ, নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, ইসলাম উদ্দিন জ্ঞানী, আলমাছ পারভেজ তালুকদার, শাহ মসুদ আহমদ, আমজাদ হোসেন বাচ্চু, এইচ ডি রুবেল, শেখ সুমন, আব্দুল মজিদ ও আলমগীর হোসেন প্রমুখ।
সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, এর আগে গত ৯ আগস্ট কুলাউড়া স্টেশনে মানববন্ধন এবং ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
তারা আরো জানান, আন্দোলনকে সফল করতে সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে প্রচারপত্র বিলি ও মতবিনিময় চলছে। আগামী ৩০ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।