সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে হাজ্বী মুজিব; নির্বাচিত হলে কমলগঞ্জের কৃষি ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করবো শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ময়লার ভাগাড়; দরজার তালা দিলো শিক্ষার্থী ও এলাকাবাসী কমলগঞ্জে চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধু শ্রীমঙ্গলে গাড়ি না চালিয়েই টাকা উত্তোলন! ইমেইল বা পাসওয়ার্ড ছাড়াই পুরনো ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে.. কমলগঞ্জে কৃষকদলের মতবিনিময় সভা :প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী। আমি এমপি হলে সবাইকে সমান চোখে দেখবো;চাঁদাবাজদের সাথে আমি নাই-হাজী মুজিব কমলগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভরা পূর্ণিমায় নাচগানে মণিপুরিদের মহারাসলীলা উৎসব

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে কমলগঞ্জে যুবদলের দোয়া মাহফিল

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি: / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভানুগাছ বাজারের মকবুল আলী মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে কমলগঞ্জ উপজেলা যুবদল। এতে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, নোমান আহমেদ, আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহিদ, দপ্তর সম্পাদক মোতাহের আলী, সদস্য জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কয়েস আহমদ, গোলাম রাব্বী, জিয়া উদ্দিন পলাশ, যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, সৈয়দ তারেক, পৌর যুবদল সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান রুবেল, যুগ্ম-আহবায়ক আব্দুল ভূইয়া রুবেল, যুবদল নেতা মাহমুদুল হাসান মধু, সিপার আহমদ প্রমূখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতা নন, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতার পরবর্তী সময়ে ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন।

তারা আরও উল্লেখ করেন, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবাস ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে, তবুও তিনি গণতান্ত্রিক আদর্শে অটল থেকেছেন। তার নেতৃত্বেই দেশে আবারও জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।

মাহফিল শেষে দেশমাতার সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর