বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি

অনলাইন ডেস্ক / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নিউজ জানিয়েছে, ভূমিকম্পটি আঘাত হানার পর সেখানে সক্রিয় হয়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৮৫০ মিটার উঁচুতে অবস্থিত ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিটি। উস্ত-কামচাটস্কি জেলায় অবস্থিত আগ্নেয়গিরিটি সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে অগ্ন্যুৎপাত করেছিল।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিসের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, সকালে ভূমিকম্পের পর আগ্নেয়গিরির উদগীরণ শুরু হয়েছে। পশ্চিম ঢাল বেয়ে উত্তপ্ত লাভা প্রবাহিত হচ্ছে। আগ্নেয়গিরির ওপরে একটি শক্তিশালী আভা দেখা যাচ্ছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের ভলকানোলজি ও সিসমোলজি ইনস্টিটিউট জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ে আকাশ ঢেকে গেছে, যা এরই মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) উচ্চতায় ছড়িয়ে পড়েছে।

এরআগে বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টা রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর হাওয়াই, উত্তর ও মধ্য আমেরিকা, নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

প্রসঙ্গত, কামচাটকা উপদ্বীপটি এমনিতেই একটি ভূমিকম্প প্রবণ এলাকা। এটি ‘রিং অব ফায়ারের’ পাশেই অবস্থিত। সেখানে এক ডজনের বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর