ঈদ উপলক্ষে ঢাকাই বিনোদন জগতেও পদচারণ আছে পরীর। প্রথমবারের মতো সিরিজ নিয়ে আসছেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। পরীর নতুন সিরিজটির নাম ‘রঙিলা কিতাব’। তারই একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চিত্রনায়িকা পরীমনি। ক্যাপশনে লেখা, ‘রঙিলা কিতাব, আসছে!’ প্রোমোতে পরীকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল। নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ হলেন পরীমনি। অর্থাৎ রক্তে রাঙা প্রেমের কেচ্ছা নিয়ে আসছেন পরীমনি।
পরীমনি, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকাদের একজন। যার ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর চর্চা হয়েছে। ‘গুণিন’ সিনেমার সেটে সহ-অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ে, সন্তান পদ্ম, দাম্পত্য কলহ অতঃপর বিচ্ছেদ- সব মিলিয়ে বহুল আলোচিত একজন অভিনেত্রী পরীমনি। এবার কাজ নিয়ে খবরে তিনি, বিরতি শেষে আবারও পর্দায় আসছেন দর্শকদের পরীমনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের ‘ফেলুবকশি’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন জনপ্রিয় এই নায়িকা। এ জন্য কলকাতায় গিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। ছবিতে ভারতের জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে পরীর রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। ঢাকা টু কলকাতা করে কাটছে নায়িকার সময়।
এদিকে সিয়ামের জন্মদিনে পরীমনির আবেগঘন একটি পোস্ট দিতে দেখা গেছে পরীমনিকে। পরীমনি লিখেছেন, ‘ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমোরি। প্রতি বছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্য বাড়ছে।’
নিজের দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি আরও লেখেন, ‘আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো ইনশাআল্লাহ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি পোস্টটি শেয়ার করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। সিয়ামের সঙ্গে দারুণ বন্ধুত্বের সম্পর্ক পরীমনির। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন দুজনে।