আগামী জুলাইয়ে অলিম্পিকের এবারের আসর অনুষ্ঠিত হবে ফ্রান্সে। প্যারিসের পালস বিল্ডিংয়ে আসরের ফুটবল ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্রয়ে বেশ কঠিন গ্রুপেই পড়েছে লিওনেল মেসির দেশ। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স।
‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন এবং এএফসি থেকে কোয়ালিফাই করা তৃতীয় দল। আর ‘এ’ গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং এএফসি ও সিএএফের মধ্যে প্লে-অফে জয়ী দল। এশিয়া থেকে কোয়ালিফাই করা তৃতীয় দল এবং এএফসি-সিএএফ প্লে-অফে জয়ী দল এখনো নির্ধারিত হয়নি।
এবারের অলিম্পিক থেকে ব্রাজিলের বিদায় ঘণ্টা বেজে গেছে বাছাইপর্বেই। তাদের বিদায় করেই অলিম্পিকের মূল মঞ্চে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। বাঁচা-মরার সেই ম্যাচে আলবিসেলেস্তেরা জয় পেয়েছিল ১-০ গোলে। এরপর থেকে তাদের অলিম্পিক অংশগ্রহণ নিয়ে প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ হয়েছে। মেসি-ডি মারিয়াকে স্কোয়াডে আনতে মুখিয়ে ছিলেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। আবার নিজ থেকে খেলার আগ্রহ দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকা।
‘সি’ গ্রুপে মিসর ও ডমিনিকান রিপাবলিকের সঙ্গী হয়েছে স্পেন। এএফসি কোয়ালিফায়ার-২ খেলে আসা দল পরবর্তীতে যুক্ত হবে এই গ্রুপে। অপরদিকে ‘ডি’ গ্রুপে আছে প্যারাগুয়ে, মালি ও ইসরায়েল। আরেকটি দল আসবে এএফসি কোয়ালিফায়ার-১ খেলে।
২৬ জুলাই আসরের উদ্বোধন হলেও ২৪ মার্চ থেকে শুরু হবে ফুটবলের ইভেন্ট। ১০ আগস্ট হবে ফাইনাল। এর এক দিন পর পর্দা নামবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার।