শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

অপূর্ব বললেন ‘সব মিথ্যা বানোয়াট’

অনলাইন ডেস্ক / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

রোমান্টির নাটকের বরপুত্র বলে পরিচিত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সিনিয়র শিল্পীদের কাছে ‘আদরের সন্তান’ আর জুনিয়র শিল্পীদের কাছে ‘বড় ভাই’ হিসেবে খ্যাত তিনি। পরম শ্রদ্ধার সেই অভিনেতার বিরুদ্ধে প্রযোজক শাহরিয়ার শাকিল অর্থ আত্মসাৎ এবং চুক্তিভঙ্গের অভিযোগ তুলে উকিল নোটিশ পাঠিয়েছেন। আর এই বিষয়ে খবর প্রকাশের সঙ্গে সঙ্গে পুরো শোবিজে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বিশ্বাস করতে পারছেন না এমনকি মেনে নিতেও পারছে না।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিল্পী, পরিচালক থেকে শুরু করে অনেকেই একটি কথাই তুলে ধরার চেষ্টা করছেন যে, অপূর্ব এমন মানুষই নন যে অন্যের টাকা আত্মসাৎ করবেন। যদিও বিষয়টি এখন আইনি প্রক্রিয়াধীন। কিন্তু তারপরও ইন্ডাস্ট্রিতে কে কেমন তা সবাই ভালো জানেন।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সময়ই সব কিছু পরিষ্কার করে দেবে। ইন্ডাস্ট্রির সবাই আমাকে দীর্ঘদিন ধরে চেনে-জানে। আমি কখনও কোনো অন্যায়ের সঙ্গে নেই। যেটা সঠিক ওটাই করব আমি, এতটুকু বিশ্বাস রাখুন। অন্যায় করে কেউ পার পাবে না। আমাকে নিয়ে যে অভিযোগটি এসেছে তা সব মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক ও আমার জন্য সম্মান হানিকর। আমি দীর্ঘদিনের সুপরিচিত একজন অভিনয় শিল্পী। অর্থ আত্মসাৎ করার মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে এই মুহূর্তে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। কারণ এটা আইনি প্রক্রিয়ায় চলে গেছে। আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে এবং টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসার’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি অবগত। তারা যা বলার বলবেন। একই সঙ্গে আমার আইনজীবীও কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি তাই এটা নিয়ে বিস্তারিত এই মুহূর্তে বলতে চাই না। এসব নিয়ে আমি কথা বললে আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।’

উল্লেখ্য, ‘আলফা আই’ প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভুঁইয়া (শাহরিয়ার শাকিল) স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জমা পড়েছে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের দপ্তরে। সোমবার এ অভিযোগ জানানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর