রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির, আফসোস করে যা বললেন কমলগঞ্জে ৪৫ দিনের নবজাতকের ঘরে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান” লন্ডন থেকে সাইবারসিকিউরিটি সহ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে কমলগঞ্জের সুমাইয়া সিরাজী তুলি কুলাউড়ায় ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ মৌলভীবাজারে শনিবার ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু কমলগঞ্জে হত্যাকান্ডের রহস্য উদঘাটন; আলামত সহ মূল আসামী গ্রেফতার কমলগঞ্জে গাঁজাসহ এক নারী আটক কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

অনলাইন ডেস্ক / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বাংলাদেশের সংগীতাকাশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম আইয়ুব বাচ্চু। গিটারের জাদুকরও বলা হয় এই কিংবদন্তিকে। ২০১৮ সালে হঠাৎ করে না ফেরার দেশে পাড়ি জমান এই রকস্টার। গত বছর প্রয়াত এই রক লিজেন্ডের অপ্রকাশিত গান প্রকাশ ও তাকে ট্রিবিউট করে কনসার্টসহ বেশ কিছু উদ্যোগ নিয়ে এশিয়াটিকের সঙ্গে চুক্তি হয় আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের। সেই চুক্তি অনুযায়ী আসন্ন রোজার ঈদে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্সে’।

‘ইনবক্সে ঝিমায় বসে, বোকা শব্দের দল/ফেসবুকে লুটোপুটি খায়/সস্তা চোখের জল’ কথায় গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। সুর-সংগীত করেছেন আইয়ুব বাচ্চু নিজেই। সম্প্রতি গানটির ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।

গীতিকার নিয়াজ আহমেদ অংশু বলেন, আমাদের কাছে বাচ্চু ভাইয়ের একাধিক অপ্রকাশিত গান রয়েছে। এলআরবির গিটারিস্ট মাসুদ গানগুলো খুব যত্ন করে রেখেছেন। সেখান থেকেই গানগুলো ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হবে।

আনরিলিজ গান প্রকাশ নিয়ে এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ বলেন, ‘বসের একাধিক গান রয়েছে এবি কিচেন এর হার্ডডিস্কে। যার রেকর্ড ধারণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ আমিই করতাম। এমনকি এমন অনেক রেকর্ড করা রাফ গান রয়েছে, যা তিনি ডিলিট করে দিতে বলতেন। আমি করিনি। কারণ আমি জানি, এই রাফ ভয়েজই একজন কিংবদন্তির অন্যতম রসদ। এ ছাড়া আইয়ুব বাচ্চু একটি অ্যালবাম করলে অনেকগুলো গান রেকর্ড করতেন। এরপর বাছাই করে তা থেকে রিলিজ দিতেন।’ সেগুলো নিয়েই কাজ করছে এবি ফাউন্ডেশন। সেগুলো ধারাবাহিকভাবে এবি ভক্তদের কাছে মুক্তি দেওয়ার পরিকল্পনাতেই এই উদ্যোগ।’

১৯৭৮ সালে আইয়ুব বাচ্চু যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। তারপর ১৯৮০ সালে সোলস। বাচ্চুর হাত দিয়েই এসেছিল ‘নদী এসে পথ’ গানের সেই বিখ্যাত গিটার সলো। ব্যান্ডটির সে সময়ের ভোকাল তপন চৌধুরী বিটিভির এক ঈদ অনুষ্ঠানে বলেছিলেন, বাচ্চু গিটারে যখন সুরটা বাজাচ্ছিল, আমি শুনে বললাম, এটা খুব সুন্দর সুর হয়। তারপর নকীব আমার সঙ্গে কি-বোর্ড নিয়ে সুর করতে বসে।

বাচ্চুর ভালোবাসার জায়গা ছিল রকগান। ১৯৮২ সালে নকীব খান ও পিলু খান সোলস থেকে বেরিয়ে রেনেসাঁ গঠন করেন। তারপর ব্যান্ডের মূল কম্পোজার ছিলেন বাচ্চুই। তবে বাচ্চু বড় চমক দেখিয়েছিলেন ১৯৮৪-তে। তপন চৌধুরীর প্রথম সলো অ্যালবাম ‘তপন চৌধুরী’র সব গানের সুর-সংগীত করেন তিনি। ‘আলো ভেবে যারে আমি’ কিংবা ‘আমি অনেক ব্যথার শ্রাবণ পেরিয়ে’র মতো মেলোডিয়াস সেমি ক্লাসিক্যাল সুর বাচ্চুর অন্য এক সক্ষমতার কথা জানান দেয়। তপন চৌধুরীর পরের দুটো অ্যালবামেও সুর ও সংগীতায়োজন করেন তিনি।

১৯৯০-এ সোলস ছেড়ে তিনি এলআরবি গড়ে তোলেন। পূর্ণরূপ লিটল রিভার ব্যান্ড হলেও পরিবর্তন করে রাখেন ‘লাভ রানস ব্লাইন্ড’। ১৯৯১-এ এলআরবি প্রতিষ্ঠা করেন। ১৯৯২-এ তাদের প্রথম এলবাম বাজারে আসে। এখান থেকেই মূলত হার্ডরক শুরু করেন বাচ্চু।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর