মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় আলোচিত বড় ভাইকে হত্যার ঘটনায় জড়িত ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক।
পুলিশ জানান, গোপন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ( ৯ মার্চ) ভোরে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের হাসনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই সুমন চন্দ্র হাজরা জানান, ‘গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে তার বাড়ির খড়ের গাদা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।’
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক জানান, ‘আসামিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
উল্লেখ্য, ‘গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে জেলার রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রবের ছেলে হোসেন মিয়াকে তার ছোট ভাই মুকিত মিয়া হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় বাবা বাদী হয়ে তার ছোট ছেলের বিরুদ্ধে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।’