ভারতের শীর্ষ ধনী দম্পতি মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান বলে কথা। গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বিয়ের অনুষ্ঠানটি। সেই জমকালো অনুষ্ঠানে যোগ দিতে হাজির প্রায় গোটা বলিউড। শুধু তাই নয়, দক্ষিণী তারকা এমনকি মার্কিন পপ তারকা রিহানাও নাচে-গানে মাতিয়ে রাখেন আম্বানির বাড়ি।
এদিকে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে জামনগরের অনুষ্ঠানে ফের একসঙ্গে ‘বচ্চন’ পরিবার। সোমবার ছিল অনুষ্ঠানের তৃতীয় দিন। সেখানেই বহুদিন পর আবারও পাশাপাশি দেখা গেল অভিষেক বচ্চন ও তার স্ত্রী সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া এবং সন্তান আরাধ্যাকে। আম্বানিদের অনুষ্ঠানে একসঙ্গে বচ্চন পরিবারের সব সদস্যের নানান ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। একটি ভিডিওতে অভিষেক, ঐশ্বরিয়া রাই এবং তাদের মাঝে মেয়ে আরাধ্যাকে বসে থাকতে দেখা যাচ্ছে। অনুষ্ঠানস্থলের ভেতরে তারা একসঙ্গে বসে ঢোলের তালে তালে তাল মেলাচ্ছিলেন। অভিষেককে ঢোলের তালে ঘাড় দোলাতে এবং হাসতে দেখা গেল ঐশ্বর্যকে। আরাধ্যকেও হাতে তালি দিয়ে পুরো বিষয়টি উপভোগ করতে দেখা যায়। গান শেষ হতেই তিনজনে একসঙ্গে হাততালি দিয়ে ওঠেন।
আরও একটা ভিডিওতে বচ্চন পরিবারের সব সদস্যকে বহু বছর পর একসঙ্গে দেখা গেছে। যেখানে শোনা গিয়েছিল, শাশুড়ি মা জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নাকি বহু বছর হলো ঐশ্বরিয়ার সঙ্গে কথাই বলেন না, সেখান বহু বছর পর আম্বানিদের অনুষ্ঠানে জয়া, ঐশ্বরিয়া, শ্বেতা, নভ্যা, অগস্ত্য সবাইকেই একসঙ্গে দেখা গেল। ছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনও। অনুষ্ঠানের শেষ দিনে বচ্চন পরিবার জামনগরে পৌঁছেছিলেন, আবার অনুষ্ঠান শেষে ওই দিনই তারা মুম্বাই ফিরে আসেন।
প্রসঙ্গত, বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিষেক-ঐশ্বরিয়া আর এক ছাদের তলায় থাকেন না। তারা আলাদা থাকেন। খুব শিগগিরই নাকি তারা আলাদা হয়ে যাবেন। এ ছাড়া অনেক দিন বলিউডের প্রায় কোনো সামাজিক অনুষ্ঠানেই একসঙ্গে যেতে দেখা যায়নি অভিষেক-ঐশ্বর্যকে। গত বছর দীপাবলির দিন থেকেই অভিষেক-ঐশ্বর্যকে সেভাবে একসঙ্গে পাওয়া যায়নি। একমাত্র আরাধ্যর স্কুলের অনুষ্ঠানে তারা একসঙ্গে গিয়েছিলেন, সেটাও অবশ্য আম্বানিদেরই স্কুল। তারপর এই প্রথম একসঙ্গে বসে সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেল ঐশ্বর্য-অভিষেককে।