বাংলাদেশের এক সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ও সঞ্চালক রাফিয়াথ রশিদ মিথিলা এখন পুরোদস্তুর সিনেমার অভিনেত্রী। বিশেষ করে টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই সেখানকার ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনয় করে সুনাম অর্জন করেন। তার সেই সুনাম ছড়িয়ে পড়েছে ঢাকাই সিনেমায়ও। বলা চলে, বর্তমানে দুই ইন্ডাস্ট্রিতে ছুটিয়ে কাজ করছেন তিনি।
আগামী ঈদেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘কাজলরেখা’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার গল্প ৪০০ বছর আগের। ছবিটি নির্মাণ করেছেন ‘গিয়াসউদ্দিন সেলিম। এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে ছবির অন্যতম চরিত্র কঙ্কনদাসীর ফার্স্ট লুক। সেখানে দেখা যায়, ছাইরঙা শাড়ি পরেছেন মিথিলা। চুলের মাঝখানে সিঁথি করা, সোনার গয়না আর নথে যেন প্রাচীন বাংলার নারীর অবয়ব ধারণ করেছেন। পোস্টারটি বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে। সিনেমাটির মুক্তির জন্য চাতকের মতো অপেক্ষায় রয়েছেন মিথিলা।
এই অভিনেত্রীর ভাষ্য, ‘অনেক কারণেই কাজলরেখা বিশেষ একটি সিনেমা। আমাদের আশপাশে যেসব ছবি হয়, সেগুলোয় নায়ক-খলনায়ক চরিত্রে পুরুষ থাকেন। কিন্তু এ ছবিতে মুখ্য দুই চরিত্রই নারী। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। গোছানো টিম ছিল।’
অন্যদিকে টালিগঞ্জের নতুন সিনেমা ‘ও অভাগিনী’তে নাম ভূমিকায় অভিনয়ে দেখা মিলবে মিথিলার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অনির্বাণ চক্রবর্তী। ২৯ মার্চ সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে- এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেও।
মিথিলা বলেন, ‘প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া আমার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে ও অভাগিনী। অনেক দিন আগে এর শুটিং শেষ করেছিলাম। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। পশ্চিমবঙ্গের একেবারে প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছিলাম। অনেক কষ্ট হয়েছে। সে সময় তাপমাত্রা ছিল অনেক কম। সবকিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে।
ছবিতে নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘ছবিটিতে আমার চরিত্রটি অসাধারণ। এটি শরৎচন্দ্রের বেশ সুপরিচিত চরিত্র। তাই কাজটি চ্যালেঞ্জের ছিল। সাহিত্যের যেকোনো চরিত্রই পর্দায় তুলে আনা অন্যরকম একটি চ্যালেঞ্জের ব্যাপার। আনন্দও কিন্তু হয় অনেক। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। চরিত্রটির জন্য মানসিকভাবে অনেক খাটতে হয়েছে আমাকে। কাজটি সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’
মিথিলা জানান, খুব শিগগিরই হয়তো বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে না হলেও কোনো ওটিটি প্ল্যাটফর্মে যেন নিজের দেশের দর্শক ছবিটি দেখার সুযোগ পান, সে প্রত্যাশা এই অভিনেত্রীর।