রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

দক্ষিণ সুরমায় সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবির অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমায় সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, সাব-রেজিস্ট্রার, দক্ষিণ সুরমা, সিলেটের বিরুদ্ধে জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, সিলেট থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অফিসে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে।

পরে টিম কর্তৃক ওই অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঠাকুরগাঁও শহরে মোট চারটি প্যাকেজে ড্রেন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। এনফোর্সমেন্ট টিম প্রকল্পের নথিপত্র যাচাই করে দেখতে পায় মোট চারটি প্যাকেজে ড্রেন নির্মাণ প্রকল্প ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও কাজ যথাসময়ে সম্পন্ন হয়নি।

সরেজমিনে টিম কর্তৃক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে চারটি প্যাকেজের তিনটি প্যাকেজে ড্রেনের কাজ পরিদর্শন করে। একটি প্যাকেজের কাজ এখনও শুরু হয়নি তথ্য পাওয়া যায়।

অভিযানকালে ঠিকাদারের গোডাউন পরিদর্শন করে শিডিউল বহির্ভূত সিমেন্ট ব্যবহৃত হচ্ছে মর্মে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ ছাড়া পরিদর্শনকালে দুদক টিম চলমান কাজের পাথর, রড, সিমেন্ট ও বালু ইত্যাদির নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনার ল্যাব পরীক্ষার রিপোর্ট পাওয়া সাপেক্ষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর