প্রায় দশ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছান লঙ্কানরা। বিশ্রাম শেষে এরপর বিকেলের ফ্লাইটে সিলেটে যান অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। যদিও আজ শুক্রবার আসার কথা ছিল শ্রীলঙ্কা দলের, কিন্তু এক দিন আগেই চলে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
সর্বশেষ ২০১৪ সালে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল শ্রীলঙ্কা। তারপর পৃথক সংস্করণে খেলতে তারা বহুবার সফরে এসেছেন।
সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তাদের বহরে এসেছে ২৭ জন। টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ ৬ ও ৯ মার্চ। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে তিন ম্যাচ। তার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শেষ করবে শ্রীলঙ্কা। প্রথম টেস্টটি ২২ মার্চ সিলেটে শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ৩০ মার্চ।