রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির, আফসোস করে যা বললেন কমলগঞ্জে ৪৫ দিনের নবজাতকের ঘরে গিয়ে জন্ম সনদ ও শুভেচ্ছা বার্তা প্রদান” লন্ডন থেকে সাইবারসিকিউরিটি সহ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে কমলগঞ্জের সুমাইয়া সিরাজী তুলি কুলাউড়ায় ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ মৌলভীবাজারে শনিবার ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু কমলগঞ্জে হত্যাকান্ডের রহস্য উদঘাটন; আলামত সহ মূল আসামী গ্রেফতার কমলগঞ্জে গাঁজাসহ এক নারী আটক কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ছাতকে প্রতিপক্ষের হামলায় চন্দন মিয়া নিহত

অনলাইন ডেস্ক / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

ছাতকে রাস্তায় মাটি ভরাট নিয়ে দুই পক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত পিতা চন্দন মিয়া (৫৬) নিহত। এতে গুরুত্বর আহত জাবেদের চিকিৎসা চলমান। তাৎক্ষণিক পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে শান্তিগঞ্জ উপজেলার জাহানপুর গ্রামের শওকত আলীর পুত্র কাওছার আহমদ (৩০) গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী, দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের মৃত হাজী সুরুজ আলীর পুত্র চন্দন মিয়া নিজ বাড়ীর রাস্তায় মাটি ভরাট করতে গেলে নিষেধ করেন খারাই গ্রামের তোতা মিয়ার ছেলে ইকবাল (৩৫) সহ অন্যান সহযোগীরা। এসব নিয়ে তুমুল বাকদ্বন্দিতার এক পর্যায়ে ইকবাল ও তার সহযোগীরা চন্দন মিয়া ও তার ছেলে জাবেদ (১৮) এর উপড়ে দেশীও অস্ত্র দিয়ে হামলা করলে পিতা চন্দন ও তার ছেলে জাবেদ গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগীতায় চিকিৎসার জন্য স্থানীয় কৈতক হাসপাতালে চন্দন মিয়া ও জাবেদ ভর্তি করা হয়। চন্দনের জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় চন্দন মিয়া মৃত্যু হয়।

এ ব্যাপারে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ মল্লিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে। অভিযোগের ভিত্তিতে বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর