শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

অনলাইন ডেস্ক / ৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটে ৫ দফা দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৌনে চারটা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষনা দেন তারা।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম দৈনিক জৈন্তা বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। পরে ওই বৈঠকে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এক ঘণ্টার অধিক সময় বৈঠকে ধর্মঘট তুলে নিতে সম্মত হন শ্রমিক নেতারা।

পরিবহন শ্রমিক নেতারা জানান, গ্যাসের সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো। আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকেরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর