দীর্ঘ আড়াই বছরের অধিক সময় ধরে লাশের পরিচয় খুঁজছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ৬নং রাজিউড়া ইউনিয়নের রাজিউড়া দক্ষিন সাকিনের অন্তগত পাইকপাড়া-উচাউল যাওয়ার পাকা রাস্তা সংলগ্ন উত্তর দিকে সুতাং নদীর পাশে স্রোতহীন খালের (বেরিখাল) পানিতে অনুমান ৩৫ বছর বয়সী গত ২৮ মে ২০২১ সালে সকাল সাড়ে ৯টার দিকে একজন অজ্ঞাতনামা পুরুষ এর লাশ মৃত অবস্থায় খালের পানিতে ভাসমান অবস্থায় পড়ে থাকে।
এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং- ৫ তারিখ- ৭ জুন ২০২১ ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দীর্ঘ প্রায় দুই বছর তদন্ত শেষে মামলার অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জ জেলা। বর্তমানে মামলাটি পিবিআইতে তদন্তাধীন আছে।
অনেক খুঁজাখুঁজির পরেও অদ্যাবধি লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় গনমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে উক্ত লাশের পরিবারের সন্ধান চেয়েছেন পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কাশেম। কেউ লাশের পরিচয় জানতে পারলে পিবিআই, হবিগঞ্জ জেলার সরকারী মোবাইল নাম্বার (০১৩২০-০৩০৮১৯) এবং তদন্তকারী কর্মকর্তার মোবাইল নাম্বার- (০১৭১৯-৪২৬০২২) এ যোগাযোগ করার জন্য তদন্তকারী কর্মকর্তা অনুরোধ করেছেন।