শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মধুমিতার জীবনে আমূল পরিবর্তন, কোন পথে হাঁটছেন অভিনেত্রী?

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। টেলি অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করলেও এখন ওয়েব থেকে সিনেমা সর্বত্রই একচেটিয়া রাজত্ব। সেই সঙ্গে মধুমিতার সমাজমাধ্যমের পেজে চোখ রাখলে দেখা যায় নিত্য-নতুন ফটোশ্যুটের ছবি। রূপোলি দুনিয়ায় থেকেও জীবনকে একটু নতুনভাবে উপভোগ করছেন মধুমিতা। এসেছে আমূল পরিবর্তন। কি সেটা? নিজেই জানালেন অভিনেত্রী।

  • শিবভক্ত হয়েছেন মধুমিতা সরকার
  • জীবনের নতুন মোড় কেমন এনজয় করছেন অভিনেত্রী?
  • নিজেই জানালেন নতুন অধ্যায়ের সূচনার কথা1

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী মধুমিতা সরকার। টেলিভিশনে কাজের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ। এককালীন জনপ্রিয় বাংলা ধারাবাহিক বোঝে না সে বোঝে না-তে অভিনয়ের সুবাদে প্রতিটি দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। এরপর কুসুম দোলা, সিরিয়ালে ইমনের চরিত্রেও আরও একবার ভক্তের মন জিতে নেন মধুমিতা। এছাড়াও মধুমিতার ঝুলিতে রয়েছে আরও একটি হিট মেগা কেয়ার করি না। টেলিভিশনে জনপ্রিয়তা অর্জনের পর এখন ওয়েব সিরিজ আর সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন। কেরিয়ার গ্রাফ যখন ঊর্ধমুখী সেই সময় অন্য পথ বেছে নিলেন মধুমিতা। তাহলে কী কেরিয়ারকে বিদায় জানাচ্ছেন মধুমিতা?

না, বিষয়টা একেবারেই সেরকম নয়। একটু আধ্যাত্মিক হয়েছেন মধুমিতা। গলায় রুদ্রাক্ষের মালা পরেন। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি শিবঠাকুরের ভক্ত হয়ে উঠেছেন। ইন্টারনেটে শিবের ব্যাপারে অনেক জ্ঞানার্জন করেছেন। জীবনের এই আধ্যাত্মিক মোড়টাকে দারুণ এনজয় করছেন মধুমিতা সরকার। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় মধুমিতা বেশ কয়েকবার শিবের আরাধনার রিল ভিডিয়ো শেয়ার করেছেন। প্রায়ই সোলে ট্রিপে বেরিয়ে পড়েন অভিনেত্রী। সেখান থেকে যখন ছবি পোস্ট করতেন তাতে মধুমিতার শিবভক্তি বারবার নজর কেড়েছিল।

শিব মন্দিরে ভগবানের আরাধনা করার একটি রিল ভিডিয়ো শেয়ার করেছিলেন মধুমিতা। যেখানে পাহাড়ি রাস্তায় লাল শাড়ি-কালো সাল গায়ে শিবের মাথায় জল ঢালছিলেন। যা দেখে মধুমিতার এক ভক্ত বলেছিলেন, ‘চিন্তা করো না। শিবের মতোই বর পাবে’। অভিনেত্রীর ইনস্টা পোস্ট একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে শিবের জন্য উপবাসও করেছেন।

রিল ভিডিয়ো শেয়ার করে সে কথা নিজেই জানিয়েছিলেন মধুমিতা। কোথাও আবার প্রদীপ জ্বালিয়ে খালি পায়ে মন্দির ঘুরে শিব ভক্তিতে মজেছিলেন মধুমিতা। অভিনেত্রীর ইনস্টায় শিবের আরাধনার ছবি-ভিডিয়ো দেখে অনেকর মনেই প্রশ্ন জেগেছিল মধুমিতা কি শিব ভক্ত হয়ে উঠেছেন? অবশেষ সেই উত্তর নিজেই দিলেন অভিনেত্রী।

২০২৩- এ মুক্তি পেয়েছিল মধুমিতা অভিনীত চিনি ২। বক্স অফিসে মোটামুটি ভালোই সাড়া ফেলেছিল ছবিটি। গত বছরই ওয়েবে মুক্তি পেয়েছিল জাতিস্মর। হইচইয়ের এই সিরিজে মধুমিতার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল ভক্তদের। নতুন বছরে মধুমিতার নতুন কাজ দেখার অপেক্ষায় তাঁর ফ্যানেরা। কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। বোল্ড অদায় মধুমিতার ফটোশ্যুটে রাতের ঘুম উড়ে যায় ভক্তদের।

  1. ↩︎


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর