শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিনের জমি বিরোধের অবসান; সাংবাদিক এম ইদ্রিস আলীর উদ্যোগে সমাধান সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই-জেলা প্রশাসক কমলগঞ্জে বিদেশী সিগারেটসহ গ্রেফতার-২ ট্যুরিস্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য কমলগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ভুলে অন্য রেলস্টেশনে নেমে ‘ধর্ষণের শিকার’ কিশোরী, যুবক গ্রেপ্তার খুলনায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন জুলাই যোদ্ধাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ২৫ কোটি টাকার বিশেষ তহবিল সারাদেশে পাথর কোয়ারি চলবে আর সিলেটে চলবে না, এটা হবে না : বিভাগীয় কমিশনার

শমশেরনগর হাসপাতাল ভবনের কক্ষের নাম ফলক উন্মোচন

সালাহউদ্দিন শুভ / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের মরাজানের পার এলাকায় আনুষ্ঠানিকভাবে নব নির্মিত একতলা ভবনের তিনটি কক্ষের নাম পলক উন্মোচন করা হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দুটি কক্ষের নাম ফলক উন্মোচন করেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুওয়ান ও এ দুটি কক্ষের আর্থিক সহায়তাকারী ইংল্যান্ড প্রবাসী এ কে এম জিল্লুল হকসহ অতিথিবৃন্দ।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুওয়ান।

শুরুতে কুরআান তেলওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন। এরপর অতিথি ও দাতা সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতালে এ্যাম্বুলেন্স দানের প্রতিশ্রুতি দাতা ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমদ চৌধুরী, কমলগঞ্জ উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মো. সুজন আহমেদ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শামীম আকন্জী।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাতা পরিবার সদস্য শাম্মী চৌধুরী,আব্দুস শহীদ,প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন ।

দ্বিতীয় পর্বে বেলা ৩ টায় কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল হক এসে শমশেরনগর হাসপাতাল তহবিলে ১ লাখ টাকার চেক প্রদান করেন। তিনি শমশেরনগর হাসপাতাল স্থায়ী তহবিলে বার্ষিক ১০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন। এরপর আমেরিকা প্রবাসী দাতা সদস্য শফিকুর রহমান, মো. শাহাব উদ্দিন ও নুর- ই- আলম জিকু শমশেরনগর হাসপাতাল ভবনে এসে আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম চৌধুরী রানার স্ত্রী মনোয়ারা চৌধুরীর নামে বরাদ্ধকৃত একটি কক্ষের নাম ফলক উন্মোচন করেন।

পরে শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সহসভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রবাসী অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। শমশেরনগর হাসপাতালের সাথে যুক্ত হওয়া ও আগামীতে আরও সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এর মাঝে প্রবাসী মো. শাহাবুদ্দিন শমশেরনগর হাসপাতাল তহবিলে নতুন করে আবার ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুর রহমান চৌধুরী মুকুল, আমিনুল হক খোকন প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর