রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লা/শ উ/দ্ধার মৌলভীবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাংবাদিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন  ভাইরালের জন্য মাটিতে পুঁতে ফেলার ভিডিও, দীর্ঘদিন অসুস্থ স্ত্রীর সেবাই করছেন স্বামী কমলগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে নিজ বসতঘরে জ/বাই করে হ/ত্যা মাধবপুর লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন শ্রীমঙ্গলে বাঁশঝাড় থেকে অজগর সাপ উদ্ধার পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ২ শতাধিক মানুষ বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কু/পিয়ে হ/ত্যা

সাবেক এমপির শ্বশুর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দুটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। পুলিশ বলছে, উদ্ধার করা এসব টাকা ও প্রাইভেটকার সাবেক সংসদ মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ডিসি বলেন, গোপস তথ্যে জানা যায়, উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র-গুলি রয়েছে। এমন তথ্যে গত রোববার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, তাদের কাছ থেকে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ ইউএস ডলারের নোট, ৪টি ২০ ইউএস ডলারের নোট,একটি এক ইউএস ডলার নোট, ৪১টি ১ হাজার থাইবাথের নোট, ২টি ৫০০ থাইবাথের নোট, ২৮ টি ২০ বাথের নোট, তিনটি ৫০ বাথ নোট, বিশটি ৫০০ দিরহামের নোট, একটি ১০০ দিরহামের নোট, একটি ২০ দিরহামের নোট, তিনটি ১০ দিরহামের নোট, দুটি ৫ দিরহামের নোট, পাঁচটি ১০০ কানাডিয়ান ডলারের নোট, দুটি ১০ সিঙ্গাপুর ডলারের নোট, একটি ২ সিঙ্গাপুর ডলারের নোট, একটি ১০০ রিয়ালের নোট, দুটি ৫০ রিয়ালের নোট, দুটি ১০ রিয়ালের নোট, তিনটি ৫ রিয়ালের নোট, একটি ১ রিয়ালের নোট, একটি ২ হাজার রুপির নোট, ৬০টি ৫০০ রুপির নোট, একটি ২০০ রুপির নোট, পাঁচটি ১০০ রুপির নোট, পাঁচটি ৫০ রুপির নোট, চারটি ২০ রুপির নোট, ছয়টি ১০ রুপির নোট এছাড়াও তিনটি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট যার সামনে ও পেছনে ইংরেজিতে পুলিশ লেখা এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

তিনি বলেন, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য পলাতক মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান তামিমসহ (পলাতক) গ্রেপ্তাররা গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করতো। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবিরের শ্বশুর বাড়ি বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর