শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

শ্রীমঙ্গলে রুপান্তরের শান্তি, সম্প্রীতির শোভাযাত্রা ও মানববন্ধন

প্রতিনিধি শ্রীমঙ্গল: / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪

‘সকল সহিংসতার, বৈষম্যের হউক অবসান, শ্রীমঙ্গল গড়ি শান্তি সম্প্রীতির ঐক্যতান” এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে বুধবার (১০ জুলাই) দুপুরে মৌলভীবাজারর শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের সরকার বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এর আস্থা প্রকল্পের শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের উদ্যোগে ও শান্তি সম্প্রীতির শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ তালুকদার। এসময় তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির শহর হচ্ছে শ্রীমঙ্গল এখানে সবাই মিলেমিশে বসবাস করে। একে অপর পরস্পরের বন্ধু। তিনি আরও বলেন যুবরাই সবসময় সকল কিছুর অগ্রভাগে থাকে এবং আগামীর বিশ্ব তারাই গড়বে। পরিশেষে তিনি রুপান্তরকে ধন্যবাদ জানান এবং যুব ফোরামের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যৎে যুব ফোরামের পাশে থাকবেন এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য হালেমা বেগম, গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসি রানী পাল ও নাগরিক ফোরামের সিনিয়র সদস্য পরিমল সিং বাড়াইক।

এছাড়াও উপস্থিত ছিলেন জাগ্রত জনতা ইয়াং ক্লাবের সভাপতি মো তুষার আহমেদ রাসেল, বাজার ব্যবসায়ী সোহাগ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আফজল হোসেন মুন্না, সদস্য সাংবাদিক পারভেজ হাসান, শারমিন আক্তার, নুরুল ইসলাম ও রুপান্তরের আস্থা প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর