রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন আমিরের সুচিকিৎসা নিয়ে জামায়াতকে খোলা চিঠি আমরা জুলাইয়ের স্পিরিট থেকে বেরিয়ে ক্ষমতার জন্য লড়ছি: মির্জা ফখরুল কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে: আইন উপদেষ্টা শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ১ জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত

যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির ‘দ্বারপ্রান্তে’ ইসরায়েল ও হামাস

অনলাইন ডেস্ক / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি কাঠামোগত চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছে আলোচনার সঙ্গে জড়িত ইসরায়েলি একটি সূত্র।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের কর্মকর্তারা ধারণা করছেন যে হামাসের সবশেষ প্রতিক্রিয়া দুপক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করতে প্রভাবিত করবে।

এখনও চুক্তি চূড়ান্ত হয়নি এবং এর নিশ্চয়তাও দেয়া হয়নি। আলোচনা পরবর্তী ধাপে নেয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রথমে সবুজ সংকেত দিতে হবে।

সংকেত পাওয়ার পর হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের পরিচয় ও মুক্তির শর্ত অন্তর্ভুক্ত সম্ভাব্য চুক্তির জন্য কয়েক সপ্তাহ বিশদ আলোচনা করতে হতে পারে।

জিম্মি চুক্তি আলোচনা কবে শুরু হবে সে সিদ্ধান্ত নিতে ইসরায়েলি পক্ষ সামনের দিনে নেতানিয়াহুসহ সে দেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে।

হামাস নিশ্চিত করেছে যে তারা কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের কাছে ইসরায়েলের একটি প্রস্তাবে সাড়া দিয়েছে এবং সম্পূর্ণ যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেছে।

হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য বাসেম নাইম বুধবার সিএনএনকে বলেন, ‘আমরা কিছু দাবি উত্থাপন করেছি যাতে পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিত করা যায় এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হয়।’

একই দিন হামাস পৃথক এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সঙ্গে তারা ‘কিছু ধারণা বিনিময়’ করেছে।

পরে এক বিবৃতিতে হামাস জানায়, তারা ইসরায়েলের প্রস্তাবকে ‘ইতিবাচকভাবে’ মোকাবিলা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে যোগাযোগ রেখেছেন এবং গাজায় যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তাদের সঙ্গে আলোচনা করেছেন।

সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে হামাস নেতা ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়েছে।

চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেয়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বুধবার নিশ্চিত করেছে যে, মিসর ও কাতারি মধ্যস্থতাকারীরা হামাসের দেয়া সবশেষ প্রতিক্রিয়া ইসরায়েলকে পাঠিয়েছে।

মোসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল মন্তব্যটি মূল্যায়ন করছে এবং মধ্যস্থতাকারীদের কাছে তার জবাব পৌঁছে দেবে।’

এদিকে হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘সরকার জিম্মিদের মুক্তি চুক্তি করতে ব্যর্থ হলে কয়েক মিলিয়ন মানুষ রাস্তায় নেমে আসবে।

‘ইসরায়েলের জনগণ প্রতিটি জরিপে বার বার দেখিয়েছে যে, তারা সব জিম্মিকে ফেরত আনার জন্য একটি চুক্তির পক্ষে। আমরা সরকারের মন্ত্রীদের আর চুক্তি প্রক্রিয়া বানচাল করতে দেব না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর