দেখতে দেখতে ঈদ একদম দ্বারপ্রান্ত। দর্শক ও টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মের খোরাক জোগাতে প্রতি ঈদের জন্যই তৈরি হয় শত শত নাটক। এবার ঈদেও চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে ছয় শতাধিক ঈদের নাটক প্রচার হবে। এসব নাটকেরে বেশিরভাগই প্রচারিত হবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকলেই বিনামূল্যে যখন-তখন দেখা যাবে এসব নাটক। এবার টেলিভিশন চ্যানেলে দৃশ্যপট একটু পরিবর্তন হয়েছে। বাজেট বাড়ায় চ্যানেলগুলোতে কমেছে নাটকের সংখ্যা।
গত কয়েক বছরের মতো এবার ঈদেও টিভি নাটকে বেশি দেখা মিলবে নতুন প্রজন্মের চাহিদাসম্পন্ন শিল্পীদের। এই তালিকায় অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন উঠতি তারকা সামিরা খান মাহি। জানা গেছে, ঈদকে ঘিরে গত দুই মাস টানা শুটিং নিয়ে ব্যস্ত এিই দর্শকপ্রিয় অভিনেত্রী। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকের কাজ করছেন। এবারো নানা চরিত্রে হাজির হতে দেখা যাবে মাহিকে। কমপক্ষে দেড় ডজন নাটকে এবার ঈদে দেখা মিলবে তার। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাও আছে। তবে সংখ্যার বিচারে নয়, কাজগুলো মানের বিচারেই করেছেন বলে জানালেন মাহি।
তার অভিনীত এবারের ঈদ নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘দালাল’, ‘নেশার লাটিম’, ‘ভালো মানুষ’, ‘পলাতক প্রেম’, ‘কিছু গল্পে নাম থাকে না’, ‘প্রাইভেট বিয়ে’, ‘নয়ন পাখি’, ‘নাইটগার্ড’, ‘এসাইনমেন্ট’, ‘চিটাংগা ফুয়া সিলেটি ফুড়ি’, ‘সবটুকু ছোঁয়া লাগে’, ‘প্রাক্তন’, ‘বসগিরি’ প্রভৃতি। এ নাটকগুলোতে তাকে দেখা যাবে মোশাররফ করিম, মুশফিক আর ফারহান, জোভান, ইরফান সাজ্জাদ, নিলয় আলমগীর, ইয়াশ রোহান, খায়রুল বাশার, শ্যামল মাওলাদের সঙ্গে।
সামিরা খান মাহি জানান ঈদের আগের দিন পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করবেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, সত্যি বলতে সংখ্যার বিচার কোনো দিনও করি না। তবে এবার টানা কাজ করেছি। যে গল্পগুলোতে কাজ করেছি তার বেশির ভাগও বেশ ব্যতিক্রমী। আমার বিশ্বাস এ কাজগুলো দর্শকদের ভালো লাগবে। এ অভিনেত্রী বলেন, রাত-দিন এক করে অনেক কষ্ট করে নাটকগুলোর কাজ শেষ করছি। সবার টিমওয়ার্ক রয়েছে এখানে। তাই এ নাটকগুলো যদি দর্শকদের মনে কিছুটাও দাগ ফেলতে পারে- সেটাই আসলে সার্থকতা।