বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

সালাহউদ্দিন শুভ / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২এপ্রিল) বিকালে কমলগঞ্জ উপজেলার গুলের হাওর বাজার,নৈনারপাড় বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে গুলের হাওর বাজারে অবস্থিত ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা, সাথী স্টোরকে ৫ হাজার টাকা, নৈনার পাড় বাজারে অবস্থিত জননী ফার্মেসীকে ৪ হাজার টাকা, সানোয়ারা পোল্ট্রি এন্ড ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর