মৌমিতা তাশরিন নদী- এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী। তবে সঙ্গীতশিল্পী এ পরিচয়ের বাইরেও নিজেকে অন্যভাবে পরিচয় দিতে ভালোবাসেন গ্ল্যামারাস ও মিষ্টি গায়কীর এই শিল্পী। কেমন তা ?
শোনা যাক নদীর ভাষ্যেই -‘ আমি নিজেকে একজন চিন্তাশীল মানুষ হিসেবে ভাবতে ভালোবাসি। তাই বলে আমি কিন্তু চিন্তাবিদ নই,আমি চিন্তাশীল। নিজের কাজের বাইরে অনেককিছু নিয়েই ভাবতে ভালোবাসি আমি। যেমন – বই,শিল্প ,ভালো চলচ্চিত্র ,মানুষ ,পরিবেশ ইত্যাদি।’
নিজের ভাবনাগুলোর ধরণ সম্পকে বলতে যেয়ে নদী বললেন,’দেখুন ভাবনারতো কোনো সীমারেখা নেই বা নির্দিষ্ট কোন গন্ডিতে আবদ্ধ না বা রাখাও যায় না। আমার ক্ষেত্রেও অনেকটা তাই। আমি সবকিছুই ভালোমন্দ মিলিয়ে ভাবতে ভালোবাসি। মানে – যে বিষয়টি নিয়ে আমি ভাবি,তার ভালো এবং মন্দ দুটো ভাবনাই আমার মধ্যে কাজ করে। ব্যাপারটা আমার জন্য দারুণ উপভোগ্য।’
উল্লেখ্য,গেলো ৭ মার্চ মুক্তি পেয়েছে নদীর গাওয়া নতুন গান ‘মন মানে না’। গানটি এরইমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এছাড়াও এরইমধ্যে বেশ কিছু মৌলিক গান উপহার দিয়েছেন তিনি, যেসব বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে।
তার মধ্যে বাপ্পা মজুমদারের সঙ্গে গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাতার’, ‘দেশি গার্ল’সহ নদীর আরও বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।