বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

হঠাৎ উধাও হয়ে গেল ফেসবুক!

ডেস্ক রিপোর্ট / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশ ও দেশের বাহিরে ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা প্রতিদিনের মৌলভীবাজারকে জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। প্রতিদিনের মৌলভীবাজারের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৫৮৮ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিস্তারিত আসছে…


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর